সাম্প্রতিক শিরোনাম

ইসরায়েলের ২৮ রেলস্টেশনে সাইবার হামলা চালাল ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ‘সাইবার কোল্ডওয়ার’। শুক্রবার ইরানের একটি গ্রুপ দাবি করেছে, ১৪ জুলাইয়ের পর থেকে বেশ কয়েকটি সিরিজ সাইবার হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের রেল অবকাঠামো লক্ষ্য করে এই হামলাগুলো চালানো হয়।

ইসরায়েলি রেলওয়ের দেড়শটিরও বেশি ইন্ডাস্ট্রিয়াল সার্ভারে হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়। তাদের এই সাইবার হামলার ফলে ২৮টি ট্রেন ও পাতাল রেলস্টেশনের কার্যক্রম ব্যাহত হয়।

সাইবার অ্যাভেঞ্জার্সের বিবৃতিটি প্রকাশ করে টেলিগ্রাম চ্যানেল। ওই চ্যানেলটি আবার ইরানের রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত।

তেলআবিব বিশ্ববিদ্যালয় এবং বেন গুরিওনসহ ২৮টি রেলস্টেশনের রেল নেটওয়ার্কের মানচিত্রও প্রকাশ করেছে। তাদের অভিযান চলে ছয় দিন ধরে। আর আজ বলেছে, হামলায় রেল সরঞ্জাম ও অবকাঠামোগত মারাত্মক ক্ষতি করা হয়েছে। কারণ স্টেশনগুলো এখনো অচল হয়ে পড়ে রয়েছে।

তাদের এই অপারেশনের উদ্দেশ্য ছিল, তারা চাইলেই কম করে হলেও দশটি ট্রেনের সংঘর্ষ ঘটাতে পারে; এমন বিষয়টি যাচাই করে দেখা।

এই গ্রুপটি আবার ইসরায়েলে আরো একটি বড় ধরনের সাইবার হামলার দায় স্বীকার করে। এই মাসের শুরুতেই তারা ইসরায়েলের বিদ্যুৎ বিভাগে হামলা চালায়। তবে সাইবার বিশেষজ্ঞদের মতে, তারাই যে হামলা করেছে তা প্রমাণ করতে পারেনি।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...