অনলাইন ডেস্ক :
ক্রমবর্ধমান অসহিষ্ণুতায় বেড়ে চলা উত্তেজনা নিয়ে বৈঠকে বসতে রাজি হলো চীন- ভারত। আগামী ৬ই জুন শনিবার লাদাখ ইস্যুতে সেনা পর্যায়ের বৈঠক হবে বলে সিদ্ধান্ত নিয়েছে এই দুটি দেশ। তবে গত কয়েকদিন ধরেই উল্লেখযোগ্য সেনা তৎপরতা বাড়িয়েছে দেশ দুটি। এরপর শীর্ষ পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত হয়েছে বলে এনডিটিভি নিশ্চিত করেছে।
ভারতের তরফ থেকে আলোচনার প্রস্তাবের পরে চীনের সম্মতি দেশ দুটির মাঝে চলমান উত্তেজনা প্রশমিত হবে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছে। সীমান্তবর্তী ভারতের অন্তর্গত চুশুল- মোলদো এলাকায় এই বৈঠক হবে বলে জানা যায়। এর আগে লাদাখ ইস্যুতে একাধিক নিম্ন স্তরে বৈঠক হলেও এরুপ বৈঠকের কোনও ফলপ্রসূ সিদ্ধান্ত হয় নি। ১৯৬২ সালে চীন- ভারত যুদ্ধের পরে দুই দেশের মাঝে এতো গুরুতর সংঘাত এর আগে দেখা যায় নি।