কোভিডি-১৯ উৎপত্তি চীনের উহান থেকে। কিন্তু দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে দেশটি। তবে এখন পর্যন্ত সম্পূর্ণ করোনামুক্ত হতে পারেনি চীন।
সম্প্রতি উহানে করোনা সংক্রমণ আবার বাড়ছে। ফলে সেখানকার ১ কোটি ১০ লাখ বাসিন্দার সবারই করোনা পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সরকার ঘোষণা দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে উহানের সব নাগরিকের এই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হবে বলে।
এর আগে প্রায় এক মাস উহানে করোনার নতুন কোনও রোগী শনাক্ত হয়নি। কিন্তু চলতি সপ্তাহে হঠাৎ করেই শনাক্তের সংখ্যা দুই অংক পেরিয়ে যাচ্ছে। চীনা গণমাধ্যমে বলা হয়েছে, ১০ দিনের মধ্যে সব বাসিন্দার করোনা পরীক্ষা কীভাবে সম্পন্ন হবে সেব্যাপারে একটি পরিকল্পনা সরকারের কাছে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।