ভারতের কর্ণাটকে রোজ লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই নিয়ে রাজ্যের বিজেপি সরকারের দিকে আঙুল তুলছে কংগ্রেস। তবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ শুনতে নারাজ। তার মতে, একমাত্র ঈশ্বরই এই করোনা পরিস্থিতি থেকে রক্ষা করতে পারে।
শ্রীরামুলুর এই বক্তব্য নিয়েই জলঘোলা শুরু হয় দেশটিতে। তার পরেই তিনি বলেন, তার বক্তব্য বিকৃত হয়েছে। তিনি বলতে চেয়েছেন সেপ্টেম্বরের আগে করোনার প্রতিষেধক বের হবে না। তখন পর্যন্ত একমাত্র ঈশ্বরই ভরসা।
কর্ণাটকে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য সরাসরি রাজ্য সরকারের গাফিলতিকে দায়ী করছে কংগ্রেস। সেই নিয়েই বুধবার চিত্রদুর্গে মুখ খুললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু। তিনি বললেন, বলুন তো রোগ নিয়ন্ত্রণে কার হাতে রয়েছে? একমাত্র ঈশ্বরই আমাদের বাঁচাতে পারে। মানুষের মধ্যে সচেতনা তৈরি করাই একমাত্র পথ। এই পরিস্থিতিতেও কংগ্রেস নিচু মানের রাজনীতি করছে। এসব কাউকেই মানায় না।