সংক্রমণে বিশ্বের সব বাঘা বাঘা রাষ্ট্র বিপর্যস্ত। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসের রূপ বা গঠন পরিবর্তনের কথা আগেই জানিয়েছেন বিজ্ঞানীরা।
ইন্দোনেশিয়ায় পাওয়া গেল ১০ গুণ বেশি সংক্রামক করোনার সন্ধান।
ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। আজ দেশিটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৮ জন।
দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৭২ হাজার ৫৩ জন। আর মারা গেছেন সাত হাজার ৩৪৩ জন।
করোনাভাইরাসের নতুন রূপটি সংক্রামক, তবে হালকা। ডি৬৪১জি নামের নতুন স্ট্রেনথটি ইনস্টিটিউটের সংগৃহীত নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিং ডাটায় পাওয়া গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ও ইউরোপে এই ভাইরাস হানা দেয়। মালয়েশিয়া ও সিঙ্গাপুরেও এই ভাইরাসের সন্ধান মেলে। করোনার এই রূপটি সাধারণ করোনার থেকেও ১০ গুণ বেশি সংক্রামক। কিন্তু মনে হচ্ছে, এটি কম প্রাণঘাতী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনার এই নতুন রূপটির সন্ধান পাওয়া যায় ফেব্রুয়ারি মাসে।
ইন্দোনেশিয়ার মহামারিবিষয়ক বিশেষজ্ঞ সাইহরিজাল সিরিফ সতর্ক করে বলেছেন, ইন্দোনেশিয়ানদের অবশ্যই সচেতন থাকতে হবে। কারণ তার মডেলিংয়ের পরামর্শ অনুসারে বছরের শেষের দিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি হতে পারে।