করোনা সংকটে আর্থিক মন্দায় বিশ্বের প্রায় প্রতিটি দেশ। চলতি অর্থবর্ষে আগস্ট পর্যন্ত ইংল্যান্ডে জিডিপি সঙ্কোচন ২০ শতাংশের কাছাকাছি।
এমতাবস্থায় এবার রাজকোষে টান পড়েছে ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের।
করোনা ধাক্কায় ইতিমধ্যে বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে ব্রিটেনের রাজপরিার। ক্ষতি হয়েছে ৪.৫ কোটি মার্কিন ডলারের।
শুক্রবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন ব্রিটেনের রাজ পরিবারের অর্থনৈতিক তত্ত্বাবধায়ক মাইকেল স্টিভেন্স।
শুধু করোনা ভাইরাস না এর পিছনে আরও একাধিক কারণ আছে বলেও জানিয়েছেন তিনি।
গত কয়েক বছর ধরেই সময়টা ভালো যাচ্ছে না ব্রিটেনের রাজ পরিবারের। গত কয়েক বছরে ব্রিটেনের এই ঐতিহ্যশালী বাকিংহাম প্যলেস দেখতে পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে কমেছে বলে জানাচ্ছেন মাইকেল স্টিভেন্স।
যার জেরে রাজকোষে অর্থ আমদানিতেও বড়সড় ভাটা দেখা যাচ্ছে। এর জেরে প্রায় ১.৯ কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানা যাচ্ছে।
আরও উদ্বেগের সুর শোনা যায় রাজপরিবারের এই বরিষ্ঠ কর্মচারীর গলায়। তার কথায় এই অবস্থা চলতে থাকলে করোনার জেরে আগামী ১০ বছরের মধ্যে আরও ২ কোটি মার্কিন ডলারের আর্থিক ঘাটতির মুখোমুখি হবে ব্রিটেনের রাজ পরিবার।