করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলেও এবার হজ্বের অনুমতি দিলো সৌদি সরকার। যদিও করোনার এ সময়ে মক্কার পবিত্র কাবা এবং মদিনার মসজিদুন নবী বন্ধ ছিল। কিন্তু এরই মাঝে রয়টার্স থেকে জানা গেছে, সৌদি সরকার সীমিত আকারে হজ্বের অনুমতি দিতে যাচ্ছে।
রয়টার্স হতে জানা যায়, এবার সৌদি সরকার মাত্র ২০ শতাংশ মানুষকে হজ্বের অনুমতি দেবে। এক্ষেত্রে বয়স্কদের হজ্বের অনুমতি দেয়া হয়নি। কিন্তু শুধুমাত্র ২০ শতাংশ ধর্মপ্রাণ মানুষদের অর্থাৎ এবার মাত্র ৫ লাখ মানুষ হজ্ব করতে পারবে, রয়টার্সের বরাতে এসব জানা যায়। যদিও সৌদিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৮৩৭ জন এবং মৃতের সংখ্যা ৮৪৭ জন।
কিন্তু এই ২০ শতাংশ অর্থাৎ ৫ লাখ মানুষ কারা হজ্ব করতে পারবে এ ব্যাপারে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌদি সরকার পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত জানাবে বলে জানা যায়। কিন্তু ইন্দোনেশিয়া সরকার এবার রাষ্ট্রীয় ভাবে হজ্ব পালন বন্ধ রাখবে বলে জানা গেছে।