অনলাইন ডেস্ক :
ভারত – চীনের উত্তেজনার মাঝেই এবার শুরু হলো চীন – জাপানের মধ্যে নতুন উত্তপ্তার বারুদ। পুরনো সেই বিরোধ আবার নতুন করে মাথাচাড়া দিয়ে শুরু হয়েছে।
চীন – জাপান উভয়ই পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপপুঞ্জকে নিজেদের বলে দাবি করে আসছে। এই দ্বীপপুঞ্জগুলোকে সেনকাকু বলে অভিহিত করা হয়। তবে চীন এসব দ্বীপগুলোকে তিয়াওইউ বলে অভিহিত করে। সম্প্রতি এলাকাসমূহের নাম পরিবর্তিত করে নামকরণ হয় টোনোশিরা সেনকাকু। কিন্তু চীন এসব মানতে নারাজ। চীন এসব ঘটনাকে নিজের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। এবং চীন জাপানের এমন পদক্ষেপকে অবৈধ বলে দাবি করছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায়, চীনের সার্বভৌমত্বের জন্য যারাই হুমকি হিসেবে দাড়াবে চীন তাদেরই রুখে দেবে।