মোঃ ওমর ফারুক, সৌদিআরবঃ সৌদি আরবে এ বছরের ঈদুল আযহা’ র নামাজ হবে মসজিদে, ঈদগাহে বা খোলা ময়দানে এবছরের ঈদুল আযহা’ র নামাজ হবে না। মহামারী করোনার প্রার্দুভাবের কারণে সৌদি আরবে এ বছরের ঈদুল আযহা’ র নামাজ মসজিদেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সৌদি ইসলামী মন্ত্রনালয়। ১৩ই জুলাই রোজ সোমবার সৌদি ইসলামী মন্ত্রনালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শাইখ গালফ নিউজকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদি আরবের ইসলামী মন্ত্রনালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ আল শায়খ বলেন প্রত্যেক বছর সৌদি আরবে ঈদের নামাজ বড় বড় মসজিদ ও খোলা ময়দানে ঈদগাহে অনুষ্ঠিত হতো মহামারী করোনার কারণে এবারের ঈদুল আযহা’ র নামাজ কোন খোলা ময়দানে বা ঈদগাহে হবে না।
এ বছরের ঈদের নামাজ হবে মসজিদে এবং সেজন্য সৌদি আরবের বিশেষ বিশেষ মসজিদগুলোকে তৈরি করা হচ্ছে। জীবানুনাশক দিয়ে মসজিদগুলোকে জীবাণুমুক্ত করা হবে। এবং মসজিদের সবগুলো গেইটে থাকবে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র এবং হ্যান্ডস্যানিটাইজার। মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য মুসুল্লিদের কে মানতে হবে স্বাস্থ্যবিধি এবং বজায় রাখতে হবে শারীরিক দুরত্ব , প্রত্যেক মুসল্লীকে বাধ্যতামূলকভাবে মাক্স পরিধান করতে হবে । এবং বয়স্ক ও অসুস্থ ব্যাক্তিগনকে ঘরে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে।