সাম্প্রতিক শিরোনাম

এলএসি থেকে সব সেনা প্রত্যাহারে রাজি হয়েছে চীন

গালওয়ান উপত্যকায় ভারতের সঙ্গে চীনা সেনাদের সংঘর্ষের পর থেকে শান্তি স্থাপনের জন্য দু’পক্ষের মধ্যে নানা প্রস্তাব দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকের পর৷ সিদ্ধান্ত হলেও নিয়ন্ত্রণরেখা থেকে কোনো সেনা সরায়নি চীন। ফলে চিন্তা বাড়ছিল ভারতের। অবশেষে সব সেনা সরাতে রাজি হয়েছে বেইজিং।

কূটনৈতিক বৈঠকের পর প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) থেকে সম্পূর্ণ সেনা সরাতে রাজি হয়েছে চীন। সেনা সরাবে ভারতও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতি অনুযায়ী দুই পক্ষই দ্বিপাক্ষীয় চুক্তি ও নিয়ম অনুযায়ী সেনা সরাতে রাজি হয়েছে।

ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো-অর্ডিনেশনের (ডাব্লিউএমসিসি) ১৭তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব।

আগে সেনা পর্যায়ে একাধিক বৈঠক হলেও চীন প্যাংগং সো ও দেপসাং থেকে সেনা সরায়নি। এ নিয়ে চিন্তা বাড়ছিল ভারতের। এমনকি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পর্যন্ত বলেন যে, ‘চীনের সঙ্গে কথা হচ্ছে; কিন্তু কতটা সমস্যার সমাধান হবে জানা নেই।

দুই দেশ ঠিক করেছে যে, পাঁচ জুলাই বিশেষ প্রতিনিধিরা যে ঐকমত্যে এসেছিলেন, সেটিকে বাস্তবে রূপায়ণ করা হবে। একই সঙ্গে কমান্ডার পর্যায়ের আলোচনায় যে বোঝাপড়া হয়েছে, সেটি মেনে চলার কথাও হয়েছে।

শুক্রবারের আলোচনা খুব বিস্তারিত পর্যায়ে হয়েছে, খোলাখুলি কথা হয়েছে। সেনা সরানোর ক্ষেত্রে যে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি দুই পক্ষ উল্লেখ করেছে বলে জানিয়েছে চীন।

খুব শীঘ্রই পরবর্তী পর্যায়ের কমান্ডারদের বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, যেখানে সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সর্বশেষ

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...

আওয়ামী লীগের বিজয় উৎসব উদযাপন করলো রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন

রিয়াদ প্রতিনিধি- ১০জানুয়ারী বুধবার স্হানীয় সময় রাত সাড়ে ১০ঘটিকায় হোটেল ডি-প্যালেসে রিয়াদ মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আল খারজ বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও আল কাসিম বঙ্গবন্ধু ফাউন্ডেশন...

পর্যবেক্ষণে গিয়ে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র, জার্মানি, আয়ারল্যান্ড ও সুইস পর্যবেক্ষকরা

দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র, জার্মানি ও আয়ারল্যান্ডের ও সুইস পর্যবেক্ষক দল।দুপুর একটার দিকে উপজেলার কয়েকটি ভোট...

ভিডিও কনফারেন্সে মিটিং করে ট্রেনে আগুন দেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি নেতারা

নির্বাচনের আগে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে বিদেশি সংস্থা, মিডিয়া ও বিভিন্ন দেশের মনোযোগ নেয়ার উদ্দেশ্যই ট্রেনে আগুন দেয়া হয় বলে জানায় ডিবি। বিএনপি...