কঙ্গোর কিভু প্রদেশে একটি খনি ধসে পড়ার ঘটনায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বিকেল ৩টায় কঙ্গোর পূর্বের কামিতুগার কাছে একটি স্বর্ণের খনি ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে।
ভারি বর্ষণের কারণে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইনিশিয়েটিভ অব সাপোর্ট অ্যান্ড সোশ্যাল সুপারভিশন অব উইমেন নামের এনজিওর প্রেসিডেন্ট এমিলিয়ান ইটংওয়া। তিনি ধারণা করছেন, খনির ধসে পড়ার কারণে ৫০ জনের মুত্যু হয়ে থাকতে পারে।
এমিলিয়ান ইটংওয়া জানিয়েছেন, বেশ কয়েকজন শ্রমিক খনিতে কাজ করেছিলেন। খনি ধসের পড়ার কারণে তাঁরা কেউ বের হতে পারেননি।
তারা সবাই মাটির নিচে চাপা পড়েন। তিনি জানান, সেখানে ৫০ জন তরুণ কাজ করছিলেন।
প্রাদেশিক গভর্নর থিও নওয়াবিজে কাসি খনি ধসে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহত ৫০ জনের অধিকাংশই ছিল তরুণ।
এদিকে, কামিতুগা শহরের মেয়র আলেকজান্দ্রে বুন্দিয়া বলেছেন, খনি ধসে হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই।