করোনাভাইরাসের ডেল্টা প্লাস ধরনে আক্রান্ত হওয়া একজন নারীর মৃত্যু হয়েছে ভারতের মধ্যপ্রদেশে। এই প্রজাতিতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ওই রাজ্যে এটাই প্রথম মৃত্যু।
মৃত নারী উজ্জয়িনীর বাসিন্দা। সেখানকার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গতকাল বুধবার এই মৃত্যুর খবর জানানো হয়েছে।
এখন পর্যন্ত মধ্যপ্রদেশে মোট পাঁচ জনের শরীরে ডেল্টা প্লাস ধরনের সন্ধান পাওয়া গেছে।
এর মধ্যে তিন জন ভোপালের এবং দু’জন উজ্জয়িনীর বাসিন্দা। ওই পাঁচ জনের মধ্যে উজ্জয়িনীর নারীই প্রথম প্রাণ হারালেন। বাকি চার জন সুস্থ হয়ে গেছেন।
তবে ওই নারীর মৃত্যু হয়েছে আগেই। জিনোম বিশ্লেষণ করে ডেল্টা প্লাস প্রজাতির বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন উজ্জয়িনীর নোডাল কভিড কর্মকর্তা রৌনক।
২৩ মে মৃত্যু হয়েছে ওই মহিলার। নারীর স্বামী আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। জানা গেছে, ওই নারীর স্বামী করোনার টিকার দুই ডোজ নিয়েছিলেন। কিন্তু তার একটি টিকা নেওয়া বাকি ছিল। এ অবস্থায় মারা যান তিনি।