ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর ইউলিয়া টিমোশেঙ্কোর অবস্থা আশঙ্কাজনক।
ইউলিয়া ছাড়া তার স্বামী এবং মেয়েও করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
রবিবার এ তথ্য জানিয়েছেন সাবেক ইউক্রেনিয়ান প্রধানমন্ত্রীর প্রেস সচিব মারিনা সরোকা।
দেশটির অন্যতম প্রধান রাজনৈতিক দল বাৎকিভস্যাচনার প্রধান। এছাড়া ইউরোপীয় দেশটির প্রথম নারী সরকারপ্রধানও তিনি।
২০০৫ সালের ২৪ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইউলিয়া। পরে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর থেকে ২০১০ সালের ৪ মার্চ পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি।
২০১০ ও ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় এবং ২০১৯ সালের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন ইউলিয়া টিমোশেঙ্কো।