করোনায় আক্রান্ত হয়ে ইরানে ৫০ জনের মৃত্যু দ্বারা মুনতাহা মিহীর - February 24, 2020 শেয়ার FacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintLINEViber ইরানের কোমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে ৫০ জনের মানুষের মৃত্যু হয়েছে। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান লেবার নিউজ এজেন্সির (ইলনা) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।