করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার জেরে নতুনভাবে কড়াকড়ি আরোপ করলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
শনিবার তিনি ন্যাশনাল করোনা টাস্কফোর্সের টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে ঘোষণা দেন, দেশটির ৩১টি রাজ্যের মধ্যে ২৫টিতে কড়াকড়ি আরোপ হচ্ছে।
বুধবার থেকে সিনেমা হল, ক্যাফে, জিম এবং সুইমিংপুল ১০ দিনের জন্য বন্ধ থাকবে। যেকোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলার কথা বলা হয়েছে। শিক্ষা কার্যক্রম অনলাইনে চালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি জানান, সে দেশে নতুন করে ৩৮৬ জন করোনায় মারা গেছেন।
এতে করে করোনায় ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৬৪ জনে এবং সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় লাখ ১২ হাজার ৭৭২ জন।
গত ২৮ অক্টোবর সে দেশে রেকর্ডসংখ্যক মানুষের মৃত্যু হয়। ওই দিন ৪১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।