চার বছরের ছোট বোনকে কুকুর থেকে বাঁচাতে গিয়ে নির্মমভাবে আহত হয়েছে ৬ বছরের ভাই। আহত ভাইয়ের গালে ৯০টির বেশি সেলাই দিতে হয়েছে। আর এ রকম সাহসিকতার জন্য হিরো হয়ে উঠেছেন এই শিশু। সাহসিকতার জন্য এই শিশুটিকে সাম্মানিক বিশ্ব চ্যাম্পিয়ান উপাধি দিয়েছে ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশন।
৬ বছরের ব্রিজার ওয়াকারের বাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াওমিং প্রদেশে। গত ৯ জুলাই নিজের ৪ বছরের বোনের সঙ্গেই ছিল ব্রিজার। হঠাৎ একটি জার্মান শেফার্ড প্রজাতির কুকুর তার বোনের দিকে তেড়ে আসে। বোনকে বাঁচাতে ব্রিজার নিজেই এগিয়ে আসে। নিজেই কুকুরের হামলার মুখে পড়ে, কুকুরটি তার গাল কামড়ে ধরে। কুকুরের ধারাল দাঁতে ক্ষতবিক্ষত হয়ে যায় শিশুটির গাল। কোনমতে কুকুরটি থেকে নিজেদের বাঁচাতে পারে এই ভাই-বোন। গুরুতর আহত ব্রিজারের ২ ঘণ্টা অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তার গালে ৯০টিরও বেশি সেলাই দিতে হয়েছে।
শিশুর সাহসকে সম্মান জানিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যানা হ্যাথওয়ে। অ্যাভেঞ্জার্সের ক্যাপ্টেন আমেরিকা ক্রিস ইভান্সও প্রশংসা করেছেন। শিশুর এই সাহসিকতার প্রশংসায় হ্যাথওয়ে ইন্সটাগ্রামে লিখেছেন,আমি রোমাঞ্চ প্রিয় নই। কিন্তু যখন আমি ব্রিজারকে দেখলাম তখন থেকে মনে হলো আমি একজন সুপারহিরোকে জানি। ইন্সটাগ্রামের পোস্টটিতে হ্যাথওয়ে ব্রিজারের সুস্থতা কামনা করেছেন।
ব্রিজারের এই সাহসিকতার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তার পরিবার। এরপরই তার সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে সর্বত্র। রাতারাতি হিরো হয়ে উঠে ৬ বছরের শিশুটি। সে কেন কুকুর ও তার বোনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল- এই প্রশ্ন করা হলে সে বলে, ভেবেছিলাম কুকুরের আক্রমণে যদি আমাদের দুজনের মধ্যে কারো মৃত্যুই হয়, তাহলে সেটা আমারই হোক।