কুয়েতে কারফিউ জারি (ছবিঘর)

কুয়েতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।

করোনার সংক্রমণ ঠেকাতেই দেশটি এই সিদ্ধান্ত নেয়।

কারফিউতে কুয়েদের সব শহর জনমানব শূন্য হয়ে যায়।

যে কুয়েতে সব সময় রাস্তায় গাড়ি চলাচল কিংবা ট্রাফিক লেগে থাকতো সেই কুয়েতকেই ভূতুড়ে মনে হয়।

কুয়েছে দুই যুগে এমন অবস্থা আর চোখে পড়েনি।