অনলাইন ডেস্ক :
পৃথিবীব্যাপি করোনা মহামারী এক নতুন আতংক। প্রায় প্রতিটি দেশ হতে আসছে প্রতিদিনের আপডেট। এরই মাঝে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
বিন্দুমাত্র লক্ষ্মণ না থাকলেও করোনা পরীক্ষায় তার পজিটিভ এসেছে বলে বিষয়টি নিশ্চিত তিনি নিজেই করেন ফেসবুক লাইভে। এ সময় তিনি বলেন, আমার কোনও লক্ষ্মণই ছিল না। চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়েছিলাম তাই একবার নিজের পরীক্ষা করার চিন্তা থেকেই সিদ্ধান্ত নিলাম পরীক্ষা করেই যাই। তখনই ধরা পড়ে তিনি করোনায় আক্রান্ত। তার গোটা পরিবারও করোনায় আক্রান্ত বলে তিনি জানান।
রয়টার্স হতে জানা যায়, মাত্র ৩০ লক্ষ জনগণের দেশ আর্মেনিয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪০২ জন এবং এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩৯ জনের।
স্বাস্থ্যবিধি সমূহ মেনে চলতে এবং সামাজিক দূরত্ব মেনে সচেতন থাকতে সরকারকে সহযোগিতার আহবানও জানান আর্মেনিয়ান এই প্রধানমন্ত্রী।