২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতলে পশ্চিমবঙ্গবাসীকে আজীবন বিনামূল্যে রেশন দেবে তৃণমূল সরকার। মঙ্গলবার ২১ জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে একথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে জানান, রেশনের সঙ্গে সারা জীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও পাবেন পশ্চিমবঙ্গবাসী।
করোনা পরিস্থিতির মধ্যে সবার আগে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ। তার পর আগামী ২১ মে পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু আমরা আগামী বছর ক্ষমতায় ফিরে এলে সারা জীবন ফ্রিতে পশ্চিমবঙ্গবাসী রেশন পাবেন। রেশন ও স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাবে রাজ্যবাসী।’
মমতা বলেন, আমি অন্য জায়গা থেকে উপার্জন করব। আর সেই আয় ভাগ করে দেব গরিব মানুষের মধ্যে। এটাই তৃণমূল সরকারের নীতি-আদর্শ।
রাজ্যের ৬ কোটি মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকার আরো খরচ করে ৮ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছে। ক্ষমতায় ফিরলে আজীবন বিনামূল্যে রেশন পাবেন পশ্চিমবঙ্গবাসী।