ফিস্তিনিদের জন্য খাদ্য পণ্য ও ওষুধ ছাড়া সব ধরনের আমদানি বন্ধ করে দিয়েছে ইসরাইল।
রবিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিনি কর্মকর্তা তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সিকে এই তথ্য জানিয়েছেন।
ইসরাইল সরকার তাদের এই নিষেধাজ্ঞার বিষয়ে সব বেসরকারি সংস্থাগুলোকে অবহিত করেছে।
তারা খাদ্য ও ওষুধ ছাড়া অন্য পণ্য গাজায় আমদানি না করে।
এ বিষয়ে ইসরাইলি সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বেলুন বোমা হামলার অজুহাতে গত সপ্তাহ থেকে গাজায় জ্বালানি আমদানি বন্ধ করে দেয় ইসরাইল। এরও আগে গাজায় মৎস্য কেন্দ্র বন্ধ করে দেয় তারা।