সোমবার রাতে গালওয়ান উপত্যকায় প্যাঙ্গং লেকের ধারে ঘটা সংঘর্ষে ভারতের প্রত্যাঘাতে ৫ চিনা সেনারও মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন। চিনের সরকার-পরিচালিত গ্লোবাল টাইমসের খবরে এই তথ্যই প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, ১৯৬৭ সালের পর ফের ভারত-চিন সংঘর্ষ হল। ১৯৬২ সালে প্রথম ভারত-চিন যুদ্ধ হয়। ১৯৬৭ সালে নাথুলা পাসে সংঘর্ষে জড়ায় দুই দেশ।
শেষবার, ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশে চিনা সেনার পাতা ফাঁদে প্রাণ হারান ভারতীয় জওয়ানদের একটি প্যাট্রলিং টিম। চার ভারতীয় জওয়ান মারা গিয়েছিলেন। সেই থেকে এই প্রথম চিনের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল কোনও ভারতীয় সেনার।
এখানে বলে রাখা প্রয়োজন, গত এক দশকে লাদাখ ও সিকিমে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে ভারত ও চিনের মধ্যে।
এর আগে, লাদাখের ডেমচক ও দৌলত বেগ ওল্ডি (ডিবিও) এবং সিকিমের ডোকলামে তেও সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু, কোনওবার তা মৃত্যুতে গড়ায়নি।