গতকাল সোমবার ভারতের কৃষক বিরোধী বিজেপী সরকারের পাশ করা কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনকৃত কৃষকদের সঙ্গে সিঙ্ঘু সীমানা থেকে দেখা করে ফেরার পর তাকে গৃহবন্দী করা হয়েছে বলে দাবি করেছে আম আদমী পার্টি।
তবে এ দাবি মানতে রাজি নয় পুলিশ। তারা জানান, আম আদমী পার্টির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় এবং মূখ্যমন্ত্রী কেজরিওয়ালের উপর কোনো প্রকার হামলা না হয় সে কারণে তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে আম আদমী পার্টি থেকে জানানে হচ্ছে, পুলিশ দিল্লির তিন মেয়রকে দিয়ে কেজরিওয়ালের বাড়ির সামনে বিক্ষোভ করাচ্ছে। এই ঘটনাকে ইস্যু করে পুলিশ কেজরিওয়ালের বাড়ির সামনের অংশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। এমনকি মূখ্যমন্ত্রীর সমস্ত কর্মসূচি বাতিল করাও হয়েছে।