গ্রীস ফ্রান্সের কাছ থেকে ১০ টি নতুন রাফালে যুদ্ধবিমান ক্রয় করবে। কিন্তু এক স্কোয়াড্রন যুদ্ধবিমান হিসেবে ইউরোপ,আমেরিকা সাধারণত ১৮ টি যুদ্ধবিমান ব্যবহার করে। তাই আরো ৮ টি স্বল্প পুরাতন রাফালে বিনা মূল্যে দিবে ফ্রান্স।
সম্প্রতি তুরস্কের সঙ্গে টানাপোড়েনের মধ্যে গ্রীসকে সহায়তায় এগিয়ে আসছে ন্যাটোভুক্ত অনেক দেশ। তুরস্ককে মোকাবেলায় আকাশসীমা সুরক্ষা করা অন্যতম চ্যালেঞ্জ। তবে রাফালে আর মিটিওর জুটি অনেকটা এগিয়ে দিবে গ্রীসকে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এফ-৩৫ থেকে বঞ্চিত হয়েছে তুরস্ক। এফ-১৬ বাদে আর কোনো আধুনিক যুদ্ধবিমান নেই তুরস্কের। ইউরোপ আমেরিকা থেকে যুদ্ধবিমান পাওয়ার ও সম্ভাবনা নেই।
উল্লেখ্য সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার সঙ্গে বিভিন্ন বিবাদে জড়িয়ে কোনঠাসা হয়ে পড়ছে এরদোয়ান প্রশাসন।