চীনকে রুখতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইইউ

বর্তমান পরিস্থিতিতে ভয়াবহ যুদ্ধের আশংকা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তাই ট্রাম্পের মধ্যস্থতা আহবান জানানো হয়েছিল কিন্তু চীন এই মধ্যস্থতার আহবান একেবারেই প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সিপিবি তথা কমিউনিস্ট পার্টির হুমকি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সংলাপের আয়োজন করতে যাচ্ছে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন এর প্রধান কুটনীতিবিদ এ ব্যাপারে সংলাপের উদ্দ্যোগের আহবান জানান।

পম্পেও এক টুইটে জানান, চীনকে নিয়ে যুক্তরাষ্ট্র- ইইউ সংলাপের জন্য জোসেফ বোরেলের যে প্রস্তাব ছিল তা গৃহীত হয়েছে।