সম্প্রতি বেইজিংয়ের কাছ থেকে ৬টি বিমান কিনেছিল নেপাল এয়ারলাইন্স। তবে ১৭ আসন বিশিষ্ট ওয়াই-১২ এবং ৫৬ আসন বিশিষ্ট এমএ-৬০ বিমানগুলো আপাতত না চালানোর সিদ্ধান্ত নিয়েছে নেপাল। অতিরিক্ত খরচের কারণেই এই বিমানগুলো চালাতে ব্যর্থ বলে বেইজিংকে জানিয়েছে কাঠমাণ্ডু।
নেপাল এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, ‘বিমানগুলো নেপালের জন্য উপযুক্ত ছিল না। তবে দুই সরকারের মধ্যে চুক্তির জেরে জোর করে গ্রহণ করতে হয়েছে।
প্রথমে চীনের কাছে এই বিমানগুলো ‘উপহার’ হিসেবে দিতে অনুরোধ করেছিল নেপাল। তবে তাতে রাজি হয়নি বেইজিং। যদিও এরপরও নেপাল সরকার কেন এই বিমানগুলো কিনতে গেল, তার ব্যাখ্যা মেলেনি।
বিমান কর্মকর্তা জানান, ‘চীনা বিমান কিনে ভুগতে হচ্ছে নেপালের এয়ারলাইন্সকে। এই বিমানগুলো ওড়ানো মানে, পানির মতো টাকা নষ্ট করা।’