চীনের কার্যক্রম ও মানবধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশোহিদো সুগা। ব্রিটেনে অনুষ্ঠিত এবার জি-৭ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সুগা জানিয়েছেন, চীনসম্পর্কিত বিভিন্ন ইস্যু যেমন পূর্ব ও দক্ষিণ চীন একতরফা ব্যবস্থা, মানবাধিকার পরিস্থিতি এবং অন্যায্য অর্থনৈতিক কর্মকাণ্ড জি-৭ এর মূল্যবোধের সাথে যায় না।
তিনি বলেন, এই ইস্যুতে সব দেশের কাজ করা উচিত।
জাপানের দাবি এর আগে চীন সেনকাকু দ্বীপের আশপাশে ১১২টি আক্রমণ করেছে। এপ্রিলের চার দিন এবং মে মাসে পাঁচ দিন জাপানের সামুদ্রিক অঞ্চলে প্রবেশ করেছিল চীন। জানুয়ারি থেকে মে পর্যন্ত এ সংখ্যা ২০।
এই কারণে বেশ কিছু ঘটনা ঘটেছিল। গেল কয়েকমাসে দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে চীন তাদের কার্যক্রম বাড়িয়েছে। আর পূর্ব চীন সাগরকে ঘিরেই চীন ও জাপানের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে।
এছাড়া উইঘুরদের ওপর চীনের নির্যাতন, অর্থনীতি ও সামরিক খাতে চীন নিজেকে আগ্রাসী ভাবে উপস্থাপন করেছে বলে দাবি জাপানের।