করোনায় বিপর্যস্ত আমেরিকা। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
এমন পরিস্থিতিতে, যেসব আমেরিকান চীনে যেতে চান তাদের বিমানে চড়ার ৭২ ঘণ্টা আগে করোনার নেগেটিভ সনদ সরবরাহ করতে হবে। শনিবার এমনই ঘোষণা দিয়েছেন চীনের কর্মকর্তারা।
শুধু আমেরিকানরাই নয়, অন্য যেসব দেশের যাত্রীরা চীন হয়ে অন্য দেশে যেতে চায় তাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। নতুন এই নিয়ম ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
এদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চীন বর্তমানে যেসকল নিষেধাজ্ঞা আরোপ করছে তারই একটা অংশ করোনার নেগেটিভ সনদ চাওয়াটা।
চীনের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় মার্কিন সরকার।
















