আলোচনায় উঠে আসল সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের ওপর চীন সরকার কর্তৃক নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি।
বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি দোলকান ইসা সিএনএন-নিউজ১৮ এর সঙ্গে সাক্ষাতকারে বলেন, চীন সরকার পরিকল্পিতভাবে উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাচ্ছে।
বিভিন্নভাবে মুসলিম নিধনের কাজ করছে চীন, যা গণহত্যার সামিল। চীন সরকার উইঘুরদের জন্য পুনঃশিক্ষা কেন্দ্র চালু করলেও এটি আইওয়াশ মাত্র।
মগজ ধোলাইয়ের মাধ্যমে উইঘুর সম্প্রদায়ের লোকদের তাদের সংস্কৃতি থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে বিভিন্ন জেলখানায় বন্দি ৩ মিলিয়নের বেশি উইঘুর মুসলনামের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। তাদেরকে হত্যা করছে। এভাবে গণহত্যার মতো অপরাধ করছে চীন।
জাতিসংঘে উত্থাপনের উদ্যোগ নেওয়া হলেও চীন বিভিন্নভাবে সেটিকে প্রভাবিত করছে।
বিশেষ করে জিনজিয়াংয়ে কথিত পুনঃশিক্ষা কেন্দ্র স্থাপনের কথা উল্লেখ করে তারা বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে।
অভিযোগ করে বলেন, চীন জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম দাতা দেশ। তারা বিভিন্নভাবে জাতিসংঘের ওপর প্রভাব বিস্তার করে আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলে সেটিকে সুকৌশলে ভিন্নখাতে প্রবাহিত করে চীন সরকার।