ভারতে যে কোনও সময় সাইবার আক্রমণ হতে পারে। ভারতের প্রত্যেকটি বড় শহরকে টার্গেট করেছে হ্যাকাররা। আর গোয়েন্দাদের নিশ্চিত বিশ্বাস, এই সাইবার চক্রান্তের পিছনে রয়েছে চীনই। রবিবার ভারত সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে থাকা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সতর্কবার্তা জারি করেছে। তারা জানিয়েছে, ভারতকে টার্গেট করে আন্তর্জাতিক সাইবার হ্যাকার চক্র প্ল্যান সাজিয়েছে। প্রধান নিশানায় রয়েছে কেন্দ্রীয় সরকার, কর্পোরেট হাউস এবং মিডিয়া। তবে ব্যক্তিগত ই-মেল এবং ওয়েবসাইটেও হানাদারি হতে পারে। হ্যাকারদের লক্ষ্য একটাই, ভারতের ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেওয়া। এমন সংবাদ প্রকাশ করেছেন ভারতের বাংলা দৈনিক বর্তমানে।
করোনা ভাইরাসের আবহে অস্ট্রেলিয়ার সঙ্গে চীনের এই সাইবার অ্যাটাক নিয়েই চরম তিক্ততা ও বিরোধের সূত্রপাত। অস্ট্রেলিয়ায় বিপুল সংখ্যক সরকারি ও বেসরকারি দপ্তরে সাইবার হানা ঘটেছে। আমেরিকা এবং অস্ট্রেলিয়ার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছে, এই কাজ চীনের। চীনের উপর অস্ট্রেলিয়া এতটাই ক্ষিপ্ত যে, এই ঘটনার পর একঝাঁক বাণিজ্য চুক্তি বাতিল করেছে তারা। প্রশ্ন উঠছে, এবার কি পালা ভারতের? সীমান্ত সংঘাতের এই মুহূর্তে চীন যে সাইবার অ্যাটাকের কৌশলও নেবে, তা ভারত আন্দাজ করেই রেখেছে।
হ্যাকারদের মোডাস অপারেন্ডি ডিকোড করতে পেরেছেন সাইবার গোয়েন্দারা। তার থেকেই জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অথবা স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের বিভাগীয় লোগো, এমব্লেম কিংবা ডিপার্টমেন্টাল প্রতীক নকল করে সেন্ডার্স মেলে সেটি ব্যবহার করা হবে। ই-মেলে লেখা হবে করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি নির্দেশিকা বা গাইডলাইন। অথবা আসবে অন্য কোনও সরকারি সিদ্ধান্ত কিংবা নীতির ঘোষণা। ই-মেল অ্যাড্রেসকে বিশ্বাসযোগ্য করার জন্য gov.in অথবা nic.in কিংবা org.in আইডি ব্যবহার করা হবে। ই-মেলের সঙ্গে থাকবে একাধিক অ্যাটাচমেন্ট অথবা লিঙ্ক। ওই অ্যাটাচমেন্ট ডাউনলোড করলে, অথবা লিঙ্কে ক্লিক মাত্রই ম্যালওয়্যার ইনস্টল হয়ে যাবে। সেক্ষেত্রে নিমেষে ওই কম্পিউটারে অথবা মোবাইলে থাকা ডেটা এবং অন্য মেলের তথ্যাবলি অ্যাকসেস করার পথও সঙ্গে সঙ্গে খুলে যাবে। এমনকী এভাবে হাজার হাজার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ারও প্ল্যান করা হয়েছে। শুধুই ই-মেল অথবা ওয়েবসাইট নয়, সরাসরি মোবাইলে টেক্সট মেসেজও আসতে পারে। ওই মেসেজের মধ্যে কমান্ড দেওয়া থাকবে, সঙ্গে থাকা লিঙ্ক-এ ক্লিক করুন। করা মাত্র একই সঙ্কট। এই গোটা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘অ্যাটাক ক্যাম্পেন’। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানতে পেরেছে, অন্তত ২০ লক্ষ ই-মেল আইডি টার্গেট করেছে হ্যাকাররা। কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সতর্কবার্তায় বলেছে, যে কোনও চেনা ই-মেল আইডি খোলার আগেও সতর্ক থাকতে হবে। নিরাপদ ও বিশ্বস্ত ব্রাউজার থেকেই আপাতত বেশ কিছুদিন ই-মেল, ওয়েবসাইট ব্যবহার করতে হবে। কোনও ই-মেল যদি ব্যক্তিগত তথ্য সাবমিট করতে বলে, সেটাও করা বিপজ্জনক। এই প্ল্যান কার্যকর করার পরিকল্পনা ২১ জুন থেকে। যে কোনও দিন, যে কোনও মুহূর্তে। তাই রবিবার থেকেই চীনের সামরিক আক্রমণের পাশাপাশি তৈরি থাকতে হচ্ছে আরও দু’টি সম্ভাব্য সংঘাতের জন্য। সাইবার ও বায়ো ওয়ারফেয়ার!