সাম্প্রতিক শিরোনাম

জর্দানের সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ

রাজধানী আম্মানের দক্ষিণ-পূর্বাঞ্চল জারকা শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শুক্রবার ভোরবেলা জারকা শহরের সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ হয়।

জর্দানের রাজধানী আম্মান থেকে প্রায় ১৫ কি.মি. দূরে অবস্থিত জারকা শহরের গাবাবি এলাকার সেনাঘাঁটিতে বিস্ফোরণটি হয়।

নিরাপত্তা পরিষদের সূত্রে রয়টার্স জানায়, শহরের উপকণ্ঠে সেনাবাহিনীর ঘাঁটিতে একাধিক বিস্ফোরণ থেকে এই বিস্ফোরণ ঘটার সম্ভাবনা আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশ বিস্ফোরণের কারণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

জারকা শহরবাসীর বর্ণনা করেন, শহরের এক প্রান্তে ঘরের জানালা ভেঙ্গে পড়ে এবং অনেক শিখা জ্বলতে দেখা যায়।

বিস্ফোরণটি একটি যোগাযোগ বিচ্ছিন্ন ও জনশূন্য অঞ্চলে ব্যবহারের অযোগ্য মর্টার বোমার গুদামে হয়। আর বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এমন বিস্ফোরণ হতে পারে।

বিস্ফোরণের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অতীতেও জারকা শহরে বেশ কয়েকবার বিস্ফোরণ হয়। প্রায় সেখানকার পুরাতন যুদ্ধাস্ত্র এবং গুদামগুলোতে আগুনের ঘটনা ঘটে।

জর্দানের গভীর রাতের বিস্ফোরণটি সামাজিক যোগাযোগমাধ্যমে গত আগস্ট মাসে বৈরুত বিস্ফোরণের সঙ্গে তুলনা করা হয়। যার ফলে প্রায় ১৯০ জন মারা যায় এবং ছয় হাজারের বেশি আহত হয়। বৈরুত শহরের আশপাশের এলাকাও বিধ্বস্ত হয়ে পড়ে।

গতকাল বৃহস্পতিবার বৈরুত বন্দরে তেল ও টায়ারের গুদামে আগুন লাগে। খাদ্য সহায়তার একটি গুদামেও আগুন এসে পৌঁছে।

শহরের আগুন দেখে সেখানকার বাসিন্দারা ক্রমবর্ধমান আতঙ্কের কথা বলছিলেন এবং গত ৪ আগস্টের বিস্ফোরণের স্মৃতিচারণ করছিলেন।

সর্বশেষ

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...