সাম্প্রতিক শিরোনাম

জার্মানির অভিযোগ প্রত্যাখ্যান করেছে রুশ সরকার

নাভালনিকে বিষাক্ত রাসায়নিক ‘নভিচক’ নার্ভ এজেন্ট প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল- জার্মানির এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে রুশ সরকার।

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জার্মান সরকারের এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

নাভালনির চায়ে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় জার্মান সরকার। এ ঘটনায় জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

রাশিয়া থেকে উন্নত চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নিয়ে আসার পর থেকেই রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে বলে জানিয়ে আসছিলেন চিকিৎসকরা।

অবশেষে এ ঘটনার তিন সপ্তাহ পর বুধবার, আনুষ্ঠানিক এক বিবৃতিতে নাভালনিকে চায়ের সঙ্গে বিষাক্ত রাসায়নিক ‘নভিচক’ নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে বলে জানায় জার্মান সরকার।

পরে, এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সলের অ্যাঙ্গেলা মেরকেল জানান, হত্যার উদ্দেশ্যেই তাকে বিষাক্ত এই রাসায়নিক প্রয়োগের প্রমাণ পেয়েছে অনুসন্ধানী দল।

অ্যাঙ্গেলা মেরকেল বলেন, এটা সত্যিই বিস্ময়কর একটি খবর। এক শীর্ষ বিরোধী নেতাকে হত্যার চেষ্টায় বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করা হয়েছে, এটা মেনে নেয়া কঠিন। আমি এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।

রুশ সরকারকে অবশ্যই এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

জার্মান সরকারের এমন দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন।

একইসঙ্গে, এ বিষয়ে বিবৃতি দেয়ায় জার্মান সরকারের তীব্র সমালোচনাও করেন রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ।

আমরা এখন পর্যন্ত এ বিষয়ে কোন তদন্ত প্রতিবেদন বা অনুসন্ধান রিপোর্ট পাইনি। না চিকিৎসকদের কাছ থেকে, না সরকারি তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে, না রুশ সরকারের পক্ষ থেকে। এ অবস্থায় এমন অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছু নয়।

উল্লেখ্য, গত ২০ আগস্ট রাশিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়া থেকে মস্কো যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে যান নাভালনি। ওই সময়ই তাঁর পানীয়তে বিষ মেশানোর অভিযোগ ওঠে।

নাভালনিকে প্রথমে রাশিয়ায় চিকিৎসা দেওয়া হয়। রাশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তিনি কোমায় চলে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জার্মানির বার্লিনে নেওয়া হয়। সেখানে তিনি এখনো কোমায় আছেন। তবে আগের চেয়ে পরিস্থিতি কিছুটা উন্নতির পথে।

সর্বশেষ

বোর্ডের অনুমোদন ছাড়া সভাপতি ফারুকের প্রায় ১২০ কোটি টাকা ট্রান্সফার!

বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট ফারুক আহমেদের বিরুদ্ধে! ক্রিকেট বোর্ডের প্রায় ১২০ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানার দুই ইয়েলো...

২০০৯ এর বিডিআর বিদ্রোহ এবং ভারতের যুদ্ধ প্রস্তুতি

"২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি। ভারতীয় প্যারাশুট রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়নের মেজর কমলদীপ সিং সান্ধু সেদিন "স্পিয়ারহেড" বা অগ্রগামী বাহিনীর দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি...

কি ঘটেছিলো বিডিআর বিদ্রোহে! নেপথ্য কাহিনি

আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে। দীর্ঘ ১৫ বছরেও সেই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের সত্য কেউ জানতে পারেনি। কীভাবে কার স্বার্থে এবং...

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...