অনলাইন ডেস্ক :
আগামী জুন মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবার কথা। এ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-৭ সম্মেলনে যোগদান করতে আমন্ত্রণ জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাংগেলা মেরকেলকে। কিন্তু মেরকেল তার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন বলে জানায় মার্কিন গণমাধ্যমসমূহ।
মূলত করোনা মহামারীর সময়ে কোনও ধরনের সফর করবেন না বলে তিনি জানিয়েছেন রয়টার্সের মারফতে এ তথ্য জানা যায়।
আমেরিকার পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে তা ট্রাম্প প্রমাণের জন্যই জি-৭ ভুক্ত দেশসমূহকে আমন্ত্রণ জানান। এতে জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সেবার্ট বলেছেন, আগামী জুনে জি-৭ সম্মেলনের কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তিনি ওয়াশিংটনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জি-৭ সম্মেলনে জার্মানির চ্যান্সেলরকে নিমন্ত্রণ জানানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।