প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কুয়েতে প্রায় চার মাস বন্ধ থাকার পর জুমার নামাজের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। এই সপ্তাহ থেকেই কুয়েতের মুসল্লিরা মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতে পারবেন। মঙ্গলবার কুয়েতের স্থানীয় গণমাধ্যমে এমনটি বলা হয়।
করোনা প্রতিরোধে মসজিদগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে। মসজিদগুলো নামাজের ৩০ মিনিটি আগে খুলে যাবে । এছাড়া ১৫ মিনিটের বেশি সময় ধরে নামাজ পড়ানো যাবে না। পাশাপাশি মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশ করতে হবে। এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকেও মসজিদে জুমার নামাজ আদায় না করার জন্য বলা হয়েছে। পাশাপাশি ১৫ বছরের কম বয়সী শিশুদেরকেও জুমার নামাজ আদায়ের জন্য মসজিতে আসতে নিষেধ করা হয়েছে।
মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে স্মরণ করিয়ে দেয়ার জন্য মসজিদের ইমামদের নির্দেশ দেয়া হয়েছে। যদি নিয়ম মানা না হয় তাহলে আবারো মসজিদ বন্ধ করে দেয়া হবে হুঁশিয়ারি দিয়েছে কুয়েত সরকার।