চলমান বিক্ষোভ নিয়ে গঠনমূলক কিছু বলতে না পারলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মুখ বন্ধ রাখতে বলেছেন হিউস্টনের পুলিশ প্রধান আর্ট আচেভেডো। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন পুলিশের এই কর্মকর্তা।
বিক্ষোভকারীদের ওপর কঠোর পদক্ষেপ নিতে গভর্নরদের প্রতি আহ্বান জানানোর বিষয়ে প্রশ্ন করা হলে হিউস্টনের পুলিশ প্রধান এমন মন্তব্য করেছেন। ট্রাম্পের উদ্দেশে আর্ট আচেভেডো বলেন, ‘আপনার গঠনমূলক কিছু বলার না থাকলে দয়া করে চুপ থাকুন।’
আর্ট আচেভেডো আরো বলেন, ‘এটা দমনের বিষয় না, এটি হৃদয় ও মন জয় করার বিষয়।’ সেইসঙ্গে ট্রাম্পকে তিনি অনুরোধ করেন, তরুণদের জীবন বিপদের মধ্যে না ফেলতে।
গতকাল সোমবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের ‘দমন’ করতে গভর্নরদের বলেন। ট্রাম্প বলেন, ‘আপনারা যদি দমন না করেন তাহলে আপনাদের সময় নষ্ট করছেন।’এ ছাড়া আরেক সংবাদ সম্মেলন ট্রাম্প বলেন, ‘চলমান বিক্ষোভ না থামাতে পারলে সেনাবাহিনী মোতায়েন করা হবে।’
গত সোমবার মিনিয়াপলিসে এক খাবারের দোকানের কর্মচারী ৯১১ নম্বরে কল করে অভিযোগ করেন, এক ক্রেতা সিগারেট কেনার পর ২০ ডলারের জাল নোট দিয়েছে। পুলিশ এসে ওই অভিযোগে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করে।
জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’
ওই ঘটনায় অফিসার ডেরেক চাওভিনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত বা বেআইনি হত্যার অভিযোগ আনা হয়েছে। আগামী সপ্তাহে তাকে আদালতে তোলা হবে। এ ছাড়া তিন শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়েছে।