সাম্প্রতিক শিরোনাম

ট্রাম্পের পক্ষে ভোট চাইলেন মেলানিয়া ট্রাম্প

ফার্স্ট লেডি মেলানিয়া ট্রম্প সচারচার আড়ালে-অন্তরালে থাকতেই পছন্দ করেন। প্রকাশ্যে তাঁকে খুব একটা দেখা যায় না। তবে এবার স্বামীর জন্য ভোটের প্রচার করতে প্রকাশ্যে ভাষণ দিলেন তিনি।

ভোটারদের কাছে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবার আবেদনও জানালেন৷ রিপাবলিকান দলের সম্মেলনের দ্বিতীয় দিনে দেওয়া ভাষণে মেলানিয়া সেই সঙ্গে করোনা মহামারি ও বর্ণবাদের মতো কিছু প্রাসঙ্গিক বিষয়ও তুলে ধরলেন

বিভিন্ন জনমত জরিপ অনুযায়ী ট্রাম্প কোণঠাসা হয়ে পড়েছেন৷ প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন জনপ্রিয়তার বিচারে তাঁর তুলনায় বেশ এগিয়ে রয়েছেন৷ এই অবস্থায় ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প৷

রিপাবলিকান দল তাঁকে আনুষ্ঠানিকভাবে আবার দ্বিতীয় কার্যকালের জন্য মনোনীত করেছে৷ দলের সম্মেলনে একের পর এক বক্তা ট্রাম্পের পক্ষে ভাষণ দিচ্ছেন এবং বাইডেনকে কড়া ভাষায় আক্রমণ করছেন৷

বাইডেন প্রেসিডেন্ট হলে দেশ কীভাবে রসাতলে যাবে, সে বিষয়ে তাঁরা সতর্ক করে দিচ্ছেন৷ কিন্তু মেলানিয়া ট্রাম্প সেই পথে না গিয়ে অনেক নরম সুরে স্বামীর পক্ষে ভোট চাইলেন।

ট্রাম্প বার বার বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দিলেও মেলানিয়া খোলাখুলি ঐক্যের পক্ষে নিজের অবস্থান ঘোষণা করলেন৷

তিনি বলেন, প্রতিপক্ষকে আক্রমণ করে তিনি এই মূল্যবান সময় নষ্ট করতে চান না৷ কারণ এমন কথা দেশের মধ্যে বিভাজন আরো বাড়িয়ে তোলে, যেমনটা গত সপ্তাহে দেখা গেছে৷

মহামারির কারণে সাধারণ মানুষের কষ্টের কথা তুলে ধরেন৷ এই সংকট মোকাবেলায় স্বামীর আন্তরিকতা তুলে ধরতে মেলানিয়া বলেন, এমন ভয়াবহ মহামারির ফলে ক্ষতিগ্রস্ত সব মানুষের দেখাশোনা শেষ না করা পর্যন্ত ডোনাল্ড বিশ্রাম নেবে না৷’ বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ন্যয়বিচারের নামে হিংসা ও লুটপাট বন্ধ করারও আবেদন জানান তিনি৷ তাঁর মতে, মানুষের ত্বকের রং দেখে কোনো অনুমান করা উচিত নয়৷

২০১৬ সালে রিপাবলিকান দলের কনভেনশনে ভাষণ দিয়ে বিপাকে পড়েছিলেন মেলানিয়া ট্রাম্প৷

২০০৮ সালে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার ভাষণের বেশ কিছু অংশ নকল করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে৷

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...