রক ব্যান্ড লিনকিন পার্কের করা কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রিটুইট ভিডিও তাঁর অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে টুইটার।
সম্প্রতি হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়া বিষয়ক পরিচালক ড্যান স্কাভিনো লিনকিন পার্কের একটি গানের ভিডিও টুইট করেন। শনিবার সে ভিডিওটি রিটুইট করেন ট্রাম্প। পরে মেশিন শপ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে টুইটারের কাছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্টের আওতায় নোটিশ পাঠানো হয়। এর পরই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় সেই ভিডিও।
শনিবার (১৮ জুলাই) রক ব্যান্ডটির অভিযোগের পর নির্বাচনী ক্যাম্পেইন ধাঁচের ভিডিওটি মুছে ফেলা হয়।
টুইটারের পক্ষ থেকে দেওয়া নোটিফিকেশনে বলা হয়, ‘কপিরাইট স্বত্বাধিকারীর অভিযোগে এই মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।’
টুইটারের পক্ষ থেকে পাঠানো এক ই-মেইল বিবৃতিতে বলা হয়, ‘কপিরাইট স্বত্বাধিকারী কিংবা তাদের অনুমোদিত প্রতিনিধির পাঠানো বৈধ কপিরাইট অভিযোগের ক্ষেত্রে আমরা সাড়া দিয়ে থাকি।’
এ ব্যাপারে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চেয়েও তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।