মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভারতের মাঝে চলমান দ্বন্দ্ব নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। ভারত এ নিয়ে চুপ থাকলেও চীন সরাসরি এ প্রস্তাব পুরোপুরি খারিজই করে দিয়েছে।
গত ৫ই মার্চ থেকেই পূর্ব লাদাখের নিয়ন্ত্রণরেখা পাড়ি দিয়ে চীনা সৈন্যদের প্যাংগং হ্রদ ও গালওয়ান উপত্যকায় ঢুকে পড়ার খবর আসে। ভারতীয় সৈন্যদের সাথে একরকম যুদ্ধ যুদ্ধ অবস্থা বিরাজ করছিল। এরই মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘিতে যেন আগুন ঢেলে দিলো চীন।
গতকালই বেজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিওন সাংবাদিকদের বলেন – সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারতের সাথে আমাদের কূটনৈতিক যোগাযোগ এখনো বিদ্যমান। রয়েছে কূটনৈতিক স্তরের সর্বোচ্চ যোগাযোগ। তাই এই সমস্যা নিরসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলে জানান।
গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বরাতে জানায়, যতরকম ভাবে যোগাযোগ রাখা যায় তার সব উপায়েই চীনের সাথে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে কূটনৈতিক স্তরের সর্বোচ্চ পর্যায়েও। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট তার সেনাবাহিনীকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দেন।