সাম্প্রতিক শিরোনাম

ট্রাম্পের সঙ্গে চার্চে গিয়ে ছবি তুলার ঘটনায় দু:খ প্রকাশ করলেন জেনারেল মিলি

গত সপ্তাহের ঘটনা। পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড নিহত হবার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে ল্যাফেয়েট স্কয়ারে জড়ো হয়েছিলো প্রতিবাদকারীরা। তাদেরকে অবস্থান থেকে জোরপূর্বক উঠিয়ে দেয় নিরাপত্তাবাহিনী।এরপর চার্চে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ছবিতে পোজ দিতে দেখা যায় চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্ক মিলিকে।

ট্রাম্পের ছবি তুলার সময় নিজের উপস্থিতিকে ‘ভুল’ বলে বর্ণনা করে বৃহস্পতিবার পূর্বে রেকর্ডকৃত এক বক্তৃতায় যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর প্রধান বলেন, “একজন পোষাকধারী সামরিক কর্মকর্তা হিসাবে এটা মোটেই ঠিক হয়নি। ওই পরিবেশে, ওই ঘটনায় এমন ধারণার জন্ম হয়েছে যে অভ্যন্তরীন রাজনীতিতে সামরিক সম্পৃক্ততা।”

ঘটনার পরপরই এর সমালোচনা আর নিন্দায় মুখর হয়ে উঠেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনী এবং প্রশাসনের প্রাক্তন সেনা কর্মকর্তা এবং আইনপ্রণেতারা। তারা বিষয়টিকে ঐতিহ্যগতভাবে রাজনীতির বাইরে থাকা সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলানো মতো বিষয় বলে সতর্ক করেছেন।

জেনারেল মিলির যে বক্তব্যটি মিডিয়ায় এসেছে সেটি তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে স্নাতক শিক্ষার্থীদের উদ্দেশ্য দেয়া বক্তৃতা।

তিনি বলেন, “সর্বোচ্চ পদ থেকে যখন কেউ কোনো কিছু করে তখন সবাই তা গভীরভাবে পর্যবেক্ষণ করে। আমিও ভুলের বাইরে না। আপনারা অনেকে গত সপ্তাহে ল্যাফেয়েট স্কয়ারে আমার ছবিটি দেখেছেন। সিভিল প্রশাসনে সেনাবাহিনীর ভূমিকা তাতে প্রশ্নবিদ্ধ হয়েছে। দেশজুড়ে এটা নিয়ে বিতর্ক হচ্ছে।”

মিলি বলেন, “আমার সেখানে না যাওয়াই উচিত ছিলো। ওই পরিবেশে, ওই ঘটনায় আমার উপস্থিতিতে এমন ধারণার জন্ম হয়েছে যে অভ্যন্তরীন রাজনীতিতে এটা সামরিক সম্পৃক্ততা।সামরিক পোশাকে থাকা অবস্থায় এমনটা করা ভুল ছিলো। আমার একটা শিক্ষা হয়েছে।আন্তরিকতার সঙ্গে বলছি, সবাই এটা থেকে শিখতে পারি।”

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...