বিনইয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ফিলিস্তিন ইসরায়েলের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করবে।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল হায়োম’কে দেশটির প্রধানমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তির পর ফিলিস্তিনের কাছে আলোচনায় বসা ছাড়া আর কোনো সুযোগ নেই।
নেতানিয়াহু বলেন, ট্রাম্প যদি পুনরায় নির্বাচিত হন তাহলে, ডিল অব সেঞ্চুরির ওপর ভিত্তি করে ফিলিস্তিনের সঙ্গে তিনি আলোচনা শুরু করবেন।