২০১৬ সালের এপ্রিলে ফিলিস্তিনের প্রতিরোধ দল হামাস চারজন ইসরায়েলি সেনাকে বন্দী করে। এছাড়াও গাজায় ২০১৪ সালে ইসরায়েলি সেনা অরন শোল নামে একজন নিখোঁজ হন। এ নিয়ে দুই দেশের সম্পর্কে উত্তেজনা শুরু হয়। যা বর্তমানে চরম পর্যায়ে রয়েছে।
ইসরায়েল জানায়, তেল আবিবের উপর যুদ্ধ চাপিয়ে দিলে ইসরায়েলও লেবাননের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ হুঁশিয়ারি দেন যে, ইসরায়েল এবার লেবাননের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত।
তিনি মনে করেন, গত দশকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভঙ্গুর ও অনিশ্চিত ছিল।
অন্যদিকে, ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার ও সিরিয়ার কার্যক্রম বন্ধের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও এসময় তিনি জোর দিয়ে বলেন।