তিন শতাধিক তালেবান বন্দিকে মুক্তি দিলো আফগান সরকার

তিন শতাধিক তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার। এ নিয়ে সর্বমোট ৪,৯১৭ জন তালেবান মুক্তি পেয়েছেন।

চলমান শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে তালেবান বন্দিদের মুক্তি দিচ্ছে আফগান সরকার।

রোববার (২ আগস্ট) তালেবানদের সাথে যুদ্ধবিরতির তৃতীয় ও শেষ দিনে দেশটির সরকার এ ঘোষণা দিলো। খবর তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর।

আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে জানায় যে পারওয়ান এবং অন্যান্য প্রাদেশিক জেল থেকে ৩১৭ জনেরও বেশি তালেবান বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারিতে তালেবান চুক্তির অংশ হিসেবে বন্দি মুক্তির এ প্রক্রিয়া ৫ হাজার ১০০ জন না হওয়া পর্যন্ত চলতে থাকবে বলে জানানো হয়েছে।