তুরস্কে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের ছুটিতে প্রথমবারের মতো দেশব্যাপী লকডাউন জারি করা হচ্ছে। সোমবার এই ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। চার দিনব্যাপী লকডাউন শুরু হবে আগামী শনিবার থেকে। দেশি-বিদেশি ভ্রমণ পিয়াসুদের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক।
গত ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা রোগি শনাক্ত হলেও তুরস্কে এর আগে কখনোই দেশব্যপি লকডাউন জারি করা হয়নি। এই প্রথম ঈদের ছুটতে ৮১ টি প্রদেশেই একসাথে লকডাউন ঘোষণা করলেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি জানিয়েছেন, ২৯ মে জুমার নামাজের সময় থেকে মসজিদগুলোও ধীরে ধীরে খুলে দেয়া হবে। গত ১৬ মার্চ থেকে মসজিদগুলোতে জামাতে নামাজ আদায় স্থগিত করা হয়।
মন্ত্রিপরিষদের বৈঠকের পর টেলিভিশনে জাতিন উদ্দেশ্যে দেয়া ভাষণে এরদোগান বলেন, ‘আমি বিশ্বাস করি যে, মহান আল্লাহুর ইচ্ছায়, ঈদের পরে আমরা এমন একটি পরিস্থিতির মুখোমুখি হব যেখানে, আমাদের এ ধরণের বিধিনিষেধের দরকার হবে না।’ তবে কেউ নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছেন।