দক্ষিণ আফ্রিকায় অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দেওয়া স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়েছেন। ডয়চেভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় একটি পরীক্ষায় নতুন বৈশিষ্ট্যের করোনা মোকাবেলায় অ্যাস্ট্রাজেনেকার টিকার সীমাবদ্ধতা ধরা পড়েছে। ওই টিকা নতুন বৈশিষ্ট্যের করোনা ঠেকাতে পারছে না বলে পরীক্ষায় প্রমাণ হয়েছে। সে কারণে এই টিকা দেওয়া স্থগিত করা হয়।
জানা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ১০ লাখ মানুষকে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল সে দেশের সরকার। তবে দুই হাজার মানুষের ওপর গবেষকরা একটি পরীক্ষা চালান।
সেই পরীক্ষায় দেখা যায়, নতুন বৈশিষ্ট্যের করোনা মোকাবেলা করতে পারছে না অ্যাস্ট্রাজেনেকার টিকা। এ জন্য টিকাটি ব্যবহারের ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে দক্ষিণ আফ্রিকা।