গালওয়ান উপত্যাকায় ১৯৬০ সালে দাবিকৃত ভূখণ্ডের চেয়ে বেশি ভেতরে প্রবেশ করেছে চীনা বাহিনী।তারা দেশের ৪২৩ মিটার ভেতরে অনুপ্রবেশ করেছে।
সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ২৫ জুনের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে।
১৯৬০ সালে ‘রিপোর্ট অব দ্য অফিসিয়্যালস অব দ্য গভর্নমেন্টস অব ইন্ডিয়া এন্ড দ্য পিপল’স রিপাবলিক অব চায়না অন দ্য বাউন্ডারি কোশ্চেন’ এ বেইজিং এর পক্ষ থেকে যে পরিমাণ ভূখণ্ড দাবি করার কথা জানা গেছে
, তার চেয়ে এর পরিমাণ সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়, ভারতের অংশে ১৬টি তাঁবু বসিয়েছে চীনা বাহিনী। এছাড়া একটি বড় আশ্রয়ন্দ্রে ও অন্তত ১৪ টি গাড়ি জড়ো করেছে বেইজিং। এগুলো সবই ভারতীয় ভূখণ্ডের ৪২৩ মিটার অভ্যন্তরে।