দ্বিতীয় ঝড়ে সংক্রমিত হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছে অল্প বয়সীরা। আর এ বছরের শীতে করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রথমবারের তুলনায় ভিন্ন ধাঁচের হতে পারে।
বরিস জনসন মনে করেন, দুই সপ্তাহের মধ্যে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ শুরু হতে পারে। এ ব্যাপারে প্রফেসর রজার কিরবি বলেছেন, সংক্রমণের দ্বিতীয় ঝড় শুরু হতে পারে শীতে।
স্পেনসহ অন্যান্য দেশগুলোতে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ আসন্ন। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ শুরু হলে অল্প বয়সীরা বেশি ক্ষতিগ্রস্থ হবেন এবং করোনা এবার ভিন্নভাবে ধরা দিতে পারে।
ইউরোপে এখন পর্যন্ত করোনাভাইরাসের ব্যাপারে কতটা জানা গেছে, সে ব্যাপারে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করা দরকার। দ্বিতীয়বারের করোনা ঝড়ে ভাইরাসটি যেহেতু অনেকটাই জিনগতভাবে বদলে যাবে, সে কারণে কম বয়সীরা বেশি ঝুঁকিতে পড়তে পারে।
এখন পর্যন্ত বয়স্করা করোনাভাইরাসে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছেন। যাদের শারীরিক অবস্থা অপেক্ষাকৃত দুর্বল, তারাও ঝুঁকিতে পড়েছেন। এর আগে ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুতে ৫০ মিলিয়ন মানুষ মারা গেছে।