ভারতীয় বংশোদ্ভুত নারী কমলা হ্যারিসকে বেছে নেন উপরাষ্ট্রপতি পদে লড়াই করার জন্য। গত মঙ্গলবার (১১ আগস্ট) টুইট করে এই ঘোষণা করেন বাইডেন।
সহযোদ্ধা হিসেবে কমলা হ্যারিসকে নির্বাচন করতে পেরে আমি গর্বিত। নির্ভীক যোদ্ধা।একজন নারীকে উপরাষ্ট্রপতি হিসেবে বেছে নেওয়ার জন্য পুরুষরা অপমানিত হতে পারেন। বুধবার (১২ আগস্ট) এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।
হ্যারিসকে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বেছে নেয়ায় জো বাইডেনের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেন। ট্রাম্পের নারীবিদ্বেষী এমন মন্তব্যে হতবাক গোটা আমেরিকা।
জো বাইডেনের এমন সিদ্ধান্তের দিকে তীর্যক দৃষ্টি দিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেউ বলবেন, সিদ্ধান্তটি ভাল। কিন্তু অনেক পুরুষই অপমানিত হতে পারেন তার এই সিদ্ধান্তে।