সাম্প্রতিক শিরোনাম

নির্বাচনের ফল না মানলেও টিকতে পারবে না ট্রাম্প: পেলোসি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ডোনাল্ট ট্রাম্প মেনে না নিলেও সে টিকে থাকতে পারবে না বলে জানিয়ে দিয়েছে সেদেশের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হেরে গেলে আর কোনো ভাবেই হোয়াইট হাউসে থাকতে পারবেন না।

আসন্ন নির্বাচনে হেরে গেলে ফলাফল নাও মানতে পারেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের পর মার্কিন টিভি চ্যানেল এমএসএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে পেলোসি বলেছেন, ফলাফল মেনে নেবেন কিনা সে বিষয়ে ট্রাম্প নিশ্চিত না হলেও তাতে যায় আসে না। এর একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেখানে নয়া প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠিত হবে। ট্রাম্পকে হোয়াইট হাউজ ছাড়তেই হবে।

পেলোসি আরও বলেন, বিশেষ কোনো ব্যক্তির হোয়াইট হাউজ ছাড়তে মন চাইলো কি চাইলো না তার ওপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া নির্ভরশীল নয়।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের নির্বাচন প্রচার বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে অপরাধ চক্রকে বের করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।

পেলোসি এ সময় দেশের সংবিধানের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট অপারগ হলে দায়িত্ব চলে আসবে প্রতিনিধি পরিষদের স্পিকারের কাছে।

নির্বাচনে হেরে গেলে ফলাফল মেনে নেবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে সম্প্রতি টাম্প স্পষ্ট কোনো জবাব দেননি। আর তার এই অস্পষ্ট অবস্থান থেকে ধারণা করা হচ্ছে, হেরে গেলে ট্রাম্প ভিন্ন কৌশলে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করবেন। পার্সটুডে।

সর্বশেষ

পিটিয়ে হত্যা: ভিডিওতে শনাক্ত ছাত্রদলের ৫ নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম মোল্লাকে হত্যার ভিডিও ফুটেজে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে শনাক্ত করা গেছে। ভিডিওতে ছাত্রদলের যে পাঁচজনকে দেখা গেছে তারা হলেন- সাঈদ হোসেন...

২০২৩ এর সফল ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড পেলেন সাইমন সাদিক

সাইমন সাদিক, ফ্রিল্যান্সিংয়ের যাত্রা শুরু করেন ২০১৮ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে এবং বাইরে সফলতার সাথে কাজ করে আসছেন। এর মাঝে একটি এজেন্সিও দিয়েছেন নাম...

ডিআর কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে  সেনাবাহিনীর ‘আর্মড হেলিকপ্টার ইউনিট’ মোতায়েন

বাংলাদেশ সেনাবাহিনীর আরো একটি নতুন কন্টিনজেন্ট ‘বাংলাদেশ আর্মড হেলিকপ্টার ইউনিট’ এর ১ম দল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ সদর দপ্তরের আহবানে সাড়া...

প্রধানমন্ত্রীকে পুতিনের অভিনন্দন

পুনরায় নির্বাচিত হওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক পত্রে পুতিন বলেন ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের...