আক্রান্ত হয়ে ব্রাজিলে এ পর্যন্ত ১ লাখ ৫৩৪ জন ব্যক্তি মারা গেছেন। আর মোট আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন।
২৪ ঘণ্টায় ব্রাজিলে ৪৬ হাজার ৩০৫ জন ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ব্রাজিলে মোট মৃতের সংখ্যা ১ লাখ ৫৩৪ জন।
ব্রাজিলে আক্রান্ত ৩০ লাখ ১৩ হাজার ৩৬৯ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৮ লাখ ১৮ হাজার ৫৩৩ জন চিকিৎসাধীন এবং ৮ হাজার ৩১৮জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
শনিবার সারা বিশ্বে কমপক্ষে ৫ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। আর নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আড়াই লাখের বেশি মানুষ।
শনিবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন সাড়ে ৯০০ মানুষ। দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৬৫ হাজারের বেশি, আক্রান্ত সাড়ে ৫১ লাখ।
ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৭ লাখ ২৯ হাজার মানুষ মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৮ লাখ মানুষ।