ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, স্পেন, পর্তুগাল ও চেক প্রজাতন্ত্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতরা আলাদা আলাদাভাবে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই আহ্বান জানান। ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
এছাড়া, তেহরানে নবনিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত জেসপার ভাহরের সঙ্গে সাক্ষাতে দু’দেশের মধ্যে সম্প্রতি স্থাপিত যৌথ মেডিক্যাল ও ফার্মাসিউটিক্যাল সেন্টারের প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বিভিন্ন ক্ষেত্রে তেহরান ও কোপেনহেগেনের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান।
এদের মধ্যে পর্তুগালের রাষ্ট্রদূত কার্লোস কস্তা নোসের সঙ্গে বৈঠকে পরমাণু সমঝোতা রক্ষায় লিসবনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন রুহানি। তিনি অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো শক্তিশালী করার আহ্বান জানান।