পাকিস্তানে মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না বলে অভিযোগ এসেছে ইসলামাবাদ থেকে। সেখানে যে সকল চীনা সংস্থা রয়েছে তারা কোনও মুসলিম কর্মীকেই নামাজের জন্য অনুমতি দেয়া হয় না।
পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে এ অভিযোগ আসছে অনবরত। বেশ কিছু দিন আগেই ছড়িয়ে পড়ে পাকিস্তানের এক আলেমের বক্তৃতা। সেখানে তিনি বলেন, চীনা সংস্থাগুলি পাকিস্তানে ব্যবসা করতে পারবে না যদি তারা এই দেশের স্থানীয় নিয়ম মেনে না চলে। অন্যথায় জনগণ এদের দেশ থেকে বের করে দিবে। এই ধর্মগুরুর ভাষণটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং ক্ষোভে ফেটে পড়ে মুসলমানরা!
চীনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে তারা চীনের উইঘুর মুসলিম নারীদের জনসংখ্যা কমাতে সেখানে মুসলিম নারীদের সন্তান জন্মদান নিয়ন্ত্রণে ভ্রূণ হত্যা করছে।